নির্মাতা চয়নিকা চৌধুরীকে ছেড়ে দেয়া হয়েছে

    চয়নিকা

    বাংলাদেশ মেইল ::

    নির্মাতা চয়নিকা চৌধুরীকে ডিবি পুলিশের কার্যালয়ে নিয়ে জিজ্ঞেসাবাদের পর ছেড়ে দেয়া হয়েছে৷ ডিবির দায়িত্বশীল একটি সূত্র  নিশ্চিত করেছে।

    জিজ্ঞসাবাদ শেষে নির্মাতা চয়নিকাকে পরিবারের জিম্মায় দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ডিবির যুগ্মকমিশনার হারুন অর রশীদ। তিনি বলেন, জিজ্ঞাসাবাদের জন্য প্রয়োজনে তাকে আবার ডাকা হবে ।

    রাজধানীর পান্থপথ এলাকা থেকে নির্মাতা চয়নিকাকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে রাজধানীর পান্থপথ সিগন্যালে চয়নিকা চৌধুরীর গাড়িটি ঘিরে ধরে পুলিশ। পরে তাকে সেখান থেকে আটক করে।

    চয়নিকাচৌধুরীর প্রথম পরিচালিত চলচ্চিত্র ‘বিশ্বসুন্দরী’। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন পরীমনি। এই কাজের সুবাদে নায়িকা পরীমনির সঙ্গে সখ্য গড়ে ওঠে নির্মাতা চয়নিকা চৌধুরীর।
    এরপর বিভিন্ন সময়ে একসঙ্গে দেখা গেছে তাদের। চয়নিকাকে নিজের ‘মা’ বলে অভিহিত করেন পরীমনি। চয়নিকা নিজেও পরীমনিকে মেয়ের মতো ভাবেন বলে জানান। সবশেষ উত্তরা বোট ক্লাব কাণ্ডের পর পরীমনির পাশে ছায়ার মতো দেখা গেছে চয়নিকাচৌধুরীকে।

    বুধবার (৪ আগস্ট) র‌্যাবের অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদ, ইয়াবা, এলএসডি, আইস ও বিভিন্ন প্রকার মাদকসহ আটক হন পরীমনি।