তুরস্কের আকস্মিক বন্যায় মৃত্যু ১৭ জনের

    তুরস্কের

    বাংলাদেশ মেইল::

    তুরস্কের উত্তরাঞ্চলে আকস্মিক বন্যায় অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে কাস্তামনু প্রদেশে বন্যায় ১৫ জন এবং সিনোপে ২ জন রয়েছে।বৃহস্পতিবার কৃষ্ণ সাগরের উপকূলীয় কয়েকটি শহর বন্যার পানিতে তলিয়ে যায়। এতে একটি এলাকার ডরমেটরিতে শিক্ষার্থীসহ ৭৪০ জন আটকা পড়েছেন। সরিয়ে নেওয়া হয়েছে প্রায় ১৫০০ মানুষকে। এখনো প্রায় ৩৩০টি গ্রামে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। ৫ টি সেতু ভেঙে গেছে, তলিয়ে গেছে বহু সড়ক।

    তুরস্কের জরুরি দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, বন্যাকবলিত এলাকায় উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। সেখানে হেলিকপ্টার ও নৌকাযোগে উদ্ধার অভিযান চালানো হচ্ছে।