সিআরবির প্রকৃতি বাঁচানোর মন্ত্রণা ছড়িয়ে পড়ছে দিকে দিকে

    বাংলাদেশ মেইল ::

    এ এক নতুন লড়াই। প্রকৃতি বাঁচানোর লড়াই।
    সিআরবিকে ঘিরে চট্টগ্রামের শত বছরের প্রাচীন যে সবুজ বৃক্ষরাজি আছে, তা বাঁচানোর লড়াইয়ে শামিল হয়েছে আমজনতা।

    সোমবার (৩০ আগস্ট) নাগরিক সমাজ, চট্টগ্রামের চেয়ারম্যান প্রফেসর ড. অনুপম সেন বলেন, আমাদের লক্ষ্যে আমরা অবিচল, বিজয় আমাদের সুনিশ্চিত। আজকের কর্মসূচি তার উজ্জ্বল দৃষ্টান্ত। আজকের তরুণ প্রজন্ম বুঝিয়ে দিয়েছে, তারা সবুজকে কত ভালোবাসে। তারা সিআরবি রক্ষায় কতোটা দৃঢ় প্রতিজ্ঞ।

    অনুষ্ঠানে বক্তব্য দেন সদস্যসচিব অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন বাবুল, আওয়ামী লীগ নেত্রী ফারহানা আফরোজ আলম জেনিফা, কবি ও সাংবাদিক ঋত্বিক নয়ন, অ্যাডভোকেট শাহরিয়ার তানিম, চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির যুগ্ম সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন কোহেল, মুক্তিযোদ্ধা সংসদের মোহাম্মদ রেজাউল আলম, কৃষক লীগ নেতা হুমাযূন কবীর মাসুদ, ছাত্রলীগ নেতা এমএ মনির, এমআর হৃদয়, আরাফাতুল মান্নান ঝিনুক প্রমুখ।সঙ্গীত পরিবেশন করেন শিল্পী নারায়ণ দাশ ও পরদেশী রুবেল।

    উপস্থিত ছিলেন নাগরিক সমাজ, চট্টগ্রামের পক্ষে মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুস, কবি কামরুল হাসান বাদল, বিএফইউজের যুগ্ম মহাসচিব মহসীন কাজী, আবৃত্তি শিল্পী রাশেদ হাসান, সংস্কৃতিকর্মী স্বপন মজুমদার, সাবেক ছাত্রনেতা মো. শাহজাহান চৌধুরী, নূরুল আজিম রণি, আবৃত্তি শিল্পী প্রণব চৌধুরী, মিনু মিত্র, তাপস পাপ্পু, সৌরভ শুভ্র প্রমুখ।

    পিপিপি’র আওতায় রেলওয়ে পূর্বাঞ্চলের মালিকানাধীন চট্টলার ফুসফুস খ্যাত নৈসর্গিক সিআরবির ৬ একর জায়গায় বেসরকারি ৫০০ শয্যার হাসপাতাল ও ১০০ শয্যার মেডিক্যাল কলেজ নির্মাণ প্রকল্পটি অন্যত্র সরিয়ে নেওয়ার দাবিতে লাগাতার আন্দোলন করছে চট্টগ্রাম নাগরিক সমাজ।

    বিএম/প্রকৃতি