বাংলাদেশ-ভারত বিমান চালু হবে ৩ সেপ্টেম্বর

    বিমান চালু

    বাংলাদেশ মেইল:

    এয়ার বাবল চুক্তির আওতায় আগামী ৩ সেপ্টেম্বর থেকে বাংলাদেশ-ভারত বিমান চালু শুরু হবে বলে জানা গিয়েছে। শনিবার (২৮ আগস্ট) সন্ধ্যায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্রে এই তথ্য জানা গিয়েছে। তবে এই চুক্তির মাধ্যমে বাংলাদেশ থেকে টুরিস্ট ভিসা নিয়ে কেউ ভারত যেতে পারবে না।

    জানা যায়, বাংলাদেশের সঙ্গে ফ্লাইট চলাচলে সম্মতি দিয়েছে ভারত। এর আগে ভারত বাংলাদেশকে এয়ার বাবল চুক্তির মাধ্যমে বিমান পরিচালনার প্রস্তাব দেয়। আর সেই ফ্লাইট কিভাবে পরিচালনা করা হবে সেটার বিষয়ে বেবিচক ভারতকে একটি চিঠি দেয়। আর সেই চিঠির উত্তরে ভারত এবার ফ্লাইট পরিচালনার তারিখ ঘোষণা করল।

    আরও জানা গিয়েছে, এয়ারবাবল চুক্তির মাধ্যমে ভারতের তিনটি এয়ারলাইন্স সপ্তাহে ৭টি ফ্লাইট পরিচালনা করবে। এর মধ্যে স্পাইস জেট ৩টি, ইন্ডিগো ২টি ও এয়ার ইন্ডিয়া ২টি ফ্লাইট পরিচালনা করবে। আর বাংলাদেশেরও ৭টি ফ্লাইট থাকবে বলে জানা গিয়েছে। বাংলাদেশ থেকে ফ্লাইট পরিচালনা করবে বাংলাদেশ বিমান ও ইউএস বাংলা এয়ারলাইন্স।

    বিএম/ বিমান চালু