মডেলিং নয় ব্ল্যাকমেইল ব্যবসায় পিয়াসা -মৌ

    ব্ল্যাকমেইল

    বাংলাদেশ মেইল ::

    গ্রেফতার হওয়া মডেল পিয়াসা ও মৌ দুইজনই উচ্চ পদস্থ কর্মকর্তা, ব্যবসায়ীদের বাসায় ডেকে এনে ব্ল্যাকমেইল করতো।

    গেল রাতে রাজধানীর বারিধারা থেকে মডেল ফারিয়া মাহবুব পিয়াসা এবং মোহাম্মদপুরের বাবর রোডে অভিযান চালিয়ে মডেল মরিয়ম আক্তার মৌকে (মৌ আক্তার) আটক করে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

    তারা দু’জন ছিলেন সংঘবদ্ধ ব্ল্যাকমেইল চক্রের সদস্য। এই দুই মডেল উচ্চবিত্ত পরিবারের সন্তানদের পার্টির নামে বাসায় ডেকে মদ ও ইয়াবা খাইয়ে আপত্তিকর ছবি তুলে ব্ল্যাকমেইল করতেন বলে দাবি করেছে (ডিবি) পুলিশ।

    এ বিষয়ে মোহাম্মদপুরে মৌয়ের বাড়ির নিচে সংবাদ সম্মেলন করেন ডিবি উত্তর বিভাগের যুগ্ম কমিশনার হারুন-অর রশীদ। তিনি বলেন, তারা দুজন একটি সংঘবদ্ধ চক্রের সদস্য। তাদের বিরুদ্ধে আমরা অনেক ব্ল্যাকমেইলের অভিযোগ পেয়েছি। সেসব ঘটনা তদন্ত করতে গিয়ে আজ তাদের বাসায় অভিযান চালানো হয়। দুজনের বাসায় বিদেশি মদ, ইয়াবা ও সিসা পাওয়া গেছে। মৌয়ের বাড়িতে মদের বারও ছিল।