ভারতে ৪০ হাজারের নীচে দৈনিক করোনা সংক্রমণ

ভারতে ৪০ হাজারের
বাংলাদেশ মেইল::

ভারতে আট দিন ধরে ৪০ হাজারের নীচে দৈনিক করোনা সংক্রমণ। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় ভারতে আক্রান্ত হয়েছেন ৩৪ হাজার ৪৫৭ জন, যা শুক্রবারের তুলনায় প্রায় দু’হাজার কম। সব মিলিয়ে ভারতে আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ২৩ লাখ ৯৩ হাজার ২৮৬ জন। খবর আনন্দবাজার অনলাইনের।

সংক্রমণের পাশাপাশি ভারতে কমেছে দৈনিক মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় ভারতে মৃত্যু হয়েছে ৩৭৫ জনের। পুরো মহামারি পর্বে প্রাণ হারিয়েছেন ৪ লাখ ৩৩ হাজার ৯৬৪ জন। সেই সঙ্গে ভারতে সক্রিয় রোগী কম হওয়ার ধারা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় তা কমেছে দুই হাজারের বেশি। ভারতে এখন সক্রিয় রোগী রয়েছেন ৩ লাখ ৬১ হাজার ৩৪০ জন।

ভারতের মধ্যে কেরালা রাজ্যে সংক্রমণ সবচেয়ে বেশি। দৈনিক সংক্রমণের অর্ধেকেরও বেশি হচ্ছে দক্ষিণ ভারতের এ রাজ্যে। গত ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত হয়েছেন ২০ হাজার ২২৪ জন। দ্বিতীয় স্থানে থাকা মহারাষ্ট্রের দৈনিক সংক্রমণ কেরালার চারভাগের এক ভাগ।

গত ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৩৬৫ জন। এরপর ক্রমান্বয়ে রয়েছে তামিলনাড়ু (১,৬৬৮), অন্ধ্রপ্রদেশ (১,৪৩৫), কর্নাটক (১,৪৫৩), ওড়িশা (৯৮৬), পশ্চিমবঙ্গে (৭৫৮) এবং আসাম (৭০৮)। এ ছাড়াও মণিপুর, মিজোরাম, মেঘালয়ের সংক্রমণ পরিস্থিতি এখন পুরোপুরি নিয়ন্ত্রিত নয়।

বিএম/ ভারতে ৪০ হাজারের