শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে যা বললেন শিক্ষা সচিব

    শিক্ষাপ্রতিষ্ঠান খোলার
    বাংলাদেশ মেইল::

    প্রায় দেড় বছর বন্ধ থাকার পর শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ইঙ্গিত দিয়েছে সরকার। বেশকিছু দিন ধরে সরকারে উর্ধতন কর্মকর্তারা শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ইঙ্গিত দিয়েছেন। এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই জানালেন, করোনা পরিস্থিতি সুবিধাজনক অবস্থায় আসা এবং টিকা দেওয়ার বিষয়টি বিবেচনা করে যত দ্রুত সম্ভব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত নিতে হবে।

    এদিকে গতকালের সেই বৈঠকের পর বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার বিষয়ে প্রধানমন্ত্রী যে দিকনির্দেশনা দিয়েছেন, তা বাস্তবায়ন করতে শিক্ষা মন্ত্রণালয় বেশকিছু পরিকল্পনা নিয়ে এগোচ্ছে।

    তিনি বলেন, বর্তমানে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের দিকে যাচ্ছে। এর ধারাবাহিকতা অব্যাহত থাকলে দ্রুত সময়ে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া সম্ভব হবে। নতুন কিছু নির্দেশনা জুড়ে দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হবে।

    শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সব ধরনের প্রস্তুতি রয়েছে জানিয়ে শিক্ষা সচিব মাহবুব হোসেন ​বলেন, করোনার মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হলেও স্বাস্থ্যবিধিসহ বেশকিছু নির্দেশনা পালন করতে হবে। সেসব শর্ত মেনে ক্লাস-পরীক্ষা নিতে হবে।