দেশে করোনায় ১০২ জনের মৃত্যু, শনাক্ত ৪৬৯৮

    বাংলাদেশ মেইল ::

    দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১০২ জনের মৃত্যু হয়েছে। একই সময় এ ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন ৪ হাজার ৬৯৮ জন।

    আজ বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    যেখানে গতকাল ২৪ ঘণ্টায় ১১৪ জনের মৃত্যু এবং ৪ হাজার ৯৬৬ জন রোগী শনাক্তের তথ্য জানানো হয়। এছাড়া গত ১০ আগস্ট ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয়। এর আগে একদিনে সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয়েছিল গত ৫ আগস্ট।

    স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, আজ সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরটি–পিসিআর, জিন এক্সপার্ট ও র‍্যাপিড অ্যান্টিজেন মিলিয়ে ৭৮৯টি সক্রিয় ল্যাবে ৩৪ হাজার ১১১টি নমুনা পরীক্ষা করলে ৪ হাজার ৬৯৮ টির ফল করোনাভাইরাস পজিটিভ আসে। সে হিসাবে রোগী শনাক্তের হার ১৩ দশমিক ৭৭ শতাংশ।

    যেখানে গতকাল ২৪ ঘণ্টায় ৭৮৮টি সক্রিয় ল্যাবে ৩৩ হাজার ৬৪০টি নমুনা পরীক্ষা করলে ৪ হাজার ৯৬৬ টির ফল করোনাভাইরাস পজিটিভ আসে। সে হিসাবে রোগী শনাক্তের হার ছিল ১৪ দশমিক ৭৬ শতাংশ।

    এই সময়ে বরাবরের মতো সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এই বিভাগে গত এক দিনে মারা গেছেন ৩৭ জন কোভিড রোগী। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ২৪, রাজশাহীতে ৫, খুলনায় ৮, বরিশালে ৬, সিলেটে ১৩, রংপুরে ৪ ও ময়মনসিংহে ৫ জনের মৃত্যু হয়েছে।

    এক দিনে করোনায় মৃত ১০২ জনের মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন ৭৫ জন, বেসরকারি হাসপাতালে ২৬ জন, বাসায় একজন কোভিড রোগী।

    গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ব্যক্তিদের মধ্যে পুরুষ ৫২ আর নারী ৫০ জন। বয়স বিশ্লেষণে দেখা যায়, ৮১–৯০ বছর বয়সী ৩ জন, ৭১–৮০ বছর বয়সী ৮ জন, ৬১–৭০ বছর বয়সী ২৬ জন, ৫১–৬০ বছর বয়সী ৩৩ জন, ৪১–৫০ বছর বয়সী ১৮ জন, ৩১–৪০ জন বছর বয়সী ১০ জন, ২১-৩০ বছর বয়সী ২ জন এবং ১১-২০ বছর বয়সী ২ জন কোভিড রোগীর মৃত্যু হয়েছে।