১৭ জনের মৃত্যু চট্টগ্রামে,করোনা শনাক্ত ১১১৪

    ১৭ জনের মৃত্যু

    বাংলাদেশ মেইল ::

    গত ২৪ ঘণ্টায় করোনায় চট্টগ্রামে ১৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১১১৪ জনের শরীরের করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ২৯ দশমিক ৪৯ শতাংশ। এনিয়ে চট্টগ্রামে আক্রান্ত হয়েছে ৮৮ হাজার ৬৬০ জন। এখন পর্যন্ত মৃত্যুবরণ করেছে ১০৩৬ জন।

    সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনের তথ্যানুযায়ী, ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয় ৩ হাজার ৭৭৭ টি। নতুন আক্রান্তদের মধ্যে ৭১২ জন মহানগর এলাকা এবং ৪০২ জন উপজেলার বাসিন্দা।

    উপজেলাগুলোর মধ্যে সবচেয়ে বেশি সংক্রমণ হাটহাজারী উপজেলায়, ৮৯ জন। এছাড়া রাউজান উপজেলায় ৫৩ জনের করোনা শনাক্ত হয়েছে । আনোয়ারা উপজেলায় ৩৮ জন, বাশখালী উপজেলায় ৩৩ জন এবং ফটিকছড়ি  উপজেলায় ৪১ জনের শরীরের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

    সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, প্রতিদিনই সংক্রমণের হার বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ৩  হাজার ৭৭৭ টি নমুনা পরীক্ষা করে ১১১৪ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। এদিন, করোনায় চট্টগ্রামে ১৭ জনের মৃত্যু হয়েছে।