রাঙ্গুনিয়ায় টিকা কেন্দ্রে স্বেচ্ছাসেবকলীগের স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন

    বাংলাদেশ মেইল ::

    প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জননেতা ড. হাছান মাহমুদ এমপি মহোদয়ের একান্ত সহযোগিতা ও দিক নির্দেশনায়, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটি ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, রাংগুনিয়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সার্বিক তত্ত্বাবধানে “চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের “স্বেচ্ছাসেবক টিম” চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স টিকা কেন্দ্রে টিকা নিতে আসা জনসাধারণ কে সার্বিক সহযোগিতা করেছেন।

    রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাছির উদ্দিন রিয়াজ ও সাধারন সম্পাদক দিদারুল আলমের তত্বাবধানে “করোনা ভাইরাস প্রতিরোধে টিকা নিন, সুস্থ থাকুন, করোনামুক্ত বাংলাদেশে গড়ুন” স্লোগানকে প্রতিপাদ্য করে রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে টিকা দেওয়ার বুথ সমূহে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেন রাংগুনিয়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সদস্য ও সাবেক চট্রগ্রাম উত্তরজেলা ছাত্রলীগ নেতা এম এ কাইয়ুম, চন্দ্রঘোনা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ টিপু, মুহাম্মদ আরাফাত,মুহাম্মদ তানভীর, শুভ, মোহাম্মদ নূর আলী, সাকিব, মোহাম্মদ সালাউদ্দিন প্রমুখ।