সরকার দলীয় নেতাদের সাথে এ কোন ইয়াবা সৈনিক!

    নিজস্ব প্রতিবেদক::

    পেয়ার মোহাম্মদ প্রকাশ পিয়ারো (৩৪)। তিনি একজন তুখোড় আওয়ামীলীগার। সখ্যতা রয়েছে কক্সবাজার জেলা আ’ লীগের সভাপতিসহ শীর্ষ তৃণমূল প্রায় সব পর্যায়ের নেতাদের সাথেও । বর্তমানে নিজেকে সৈনিক লীগের নেতা হিসেবেই পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। নিজ বাড়ি দ্বীপ উপজেলা কুতুবদিয়াতে হলেও নিয়মিত যাতায়াত ও যোগাযোগ রক্ষা করেন ইয়াবা অধ্যুষিত টেকনাফের সরকার দলীয় নেতাদের সাথে।

    গত ৯ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) গ্রেফতার হন বিপুলসংখ্যক ইয়াবাসহ আটক হন পিয়ার মোহাম্মদ । ফলে রাজনীতির আড়ালে মাদক কারবারের মুখোশ খসে পড়ে।ইয়াবা সৈনিক

    ৭০ হাজার পিস ইয়াবাসহ পেয়ার মোহাম্মদ প্রকাশ পিয়ারোকে (৩৪) মরিচ্যা চেকপোস্টে প্রাইভেট কারসহ গ্রেফতার করে রামু ব্যাটেলিয়ান সদস্যরা (৩০ বিজিবি)। এসময় একটি বেসরকারী টেলিভিশনের কতুবদিয়া প্রতিনিধি পরিচয়ধারী মিজান নামের অন্য একজন কৌশলে পালিয়ে যায়। উদ্ধারকৃত ইয়াবার বাজার মূল্য প্রায় ২ কোটি ২৫ লক্ষ টাকা।

    আটক হওয়া ব্যাক্তি কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল, ৫ নং ওয়ার্ড়ের পুতুইন্যার পাড়ার আলম কুদ্দুসের ছেলে বলে জানা গেছে।

    রাজনীতির পাশাপাশি এই ইয়াবা কারবারি দেশের স্বনামধন্য সংগঠন সেভ দ্যা ফিউচার ফাউন্ডেশন নামক সংগঠনের কক্সবাজার জেলা শাখার সদস্য পদও ভাগিয়ে নিয়েছেন।

    পেয়ারুর সাথে রয়েছে বড়মাপের রাজনৈতিক নেতাসহ জেলার চিহ্নিত অপরাধীদের সাথে সখ্যতা। সুত্রমতে একটি বেসরকারি টেলিভিশনের কুতুবদিয়া প্রতিনিধি পরিচয়ে মিজান নামের টাউটসহ একটি সংঘবদ্ধ ইয়াবা সিন্ডিকেট নিয়মিত পাচার করছে মাদক।

    পুরো সিন্ডিকেটকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করা হলে বহু মুখোশধারী ইয়াবা কারবারির নাম বের হবে বলে ধারণা সচেতন মহলের।