শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ব্যাপারে চূড়ান্ত ঘোষণা রোববার

    শিক্ষাপ্রতিষ্ঠান

    বাংলাদেশ মেইল::

    করোনার কারণে গত বছরের ১৭ মার্চ থেকে বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে চলতি বছরের ১২ সেপ্টেম্বর। শিক্ষামন্ত্রী দীপু মনির এমন ঘোষণার মধ্যদিয়ে প্রায় দেড় বছরের মাথায় সচল হতে যাচ্ছে দেশের স্কুল, কলেজ, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ও মাদ্রাসা।

    এদিকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে ইতোমধ্যে ইতিবাচক সুপারিশ করেছে করোনা সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। মূলত ওই সুপারিশের আলোকেই আগামীকাল (রোববার) আন্তঃমন্ত্রণালয়ের সভা হওয়ার কথা রয়েছে। সেখান থেকেই মূলত এ ব্যাপারে চূড়ান্ত ঘোষণা আসবে।

    জানা গেছে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ক্ষেত্রে পরামর্শক কমিটি ২টি শর্ত দিয়েছে। সেগুলো হলো- স্বাস্থ্যবিধি মেনে শ্রেণি ও শিক্ষা কার্যক্রম চালাতে হবে। পাশাপাশি যেসব শিক্ষক-কর্মচারী টিকা নিতে পারেননি তাদের টিকা দেওয়ার কাজটিও শেষ করতে হবে।

    অন্যদিকে বিশ্ববিদ্যালয়গুলো ১৭ আক্টোবার খোলার কথা বলা হলেও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। জানা গেছে, হয়তো বিশ্ববিদ্যালয়ের খোলার সময়ও এগিয়ে আনা হতে পারে।

    যদিও শিক্ষামন্ত্রী গতকাল বলেছেন, বিশ্ববিদ্যালয়ের বিষয়ে আমরা আবারও বসব। উপাচার্যরা যদি অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে একই সঙ্গে খোলার ঘোষণা দিতে পারে। আবার চাইলে আলাদা তারিখও নির্ধারণ করতে পারেন।জানা গেছে, রোববার বিশ্ববিদ্যালয় খোলাসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত সিদ্ধান্ত হতে পারে।