চবিতে ১৫ কেজি হরিণের মাংস উদ্ধার

    বাংলাদেশ মেইল ::

    চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ১৫ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে চবি প্রশাসন। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) কলার ঝুপড়ির সামনে থেকে এ মাংসগুলো উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

    এ ঘটনার প্রতক্ষ্যদর্শী মোহাম্মদ রমজান (১৫-১৬) বলেন ” দু’জন লোক একটা ঝুড়িতে শশা নিয়ে আসতেছিল। আমি জিজ্ঞেস করলাম শশা কত টাকা করে বিক্রি করবেন? তারপর সে বলল শশা বিক্রি করা যাবে না। এরপর সে তড়িঘড়ি করে স্থান ত্যাগ করার চেষ্টা করে। তার আচরণ দেখে সন্দেহ হওয়াতে আমি তাকে আটকাই। আটকানোর পর দেখা যায় শশার বারের মধ্যে হরিণের মাংস। এসময় কিছু ভাবার আগে তারা পালিয়ে যায়।”

    বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, “আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই এবং প্রায় ১৫ কেজি হরিণের মাংস উদ্ধার করেছি। বিষয়টি আমরা দেখছি— এর নেপথ্যে কারা জড়িত আছে।”