মানববন্ধনে মুক্তিযুদ্ধের স্বপক্ষের ছাত্র ফোরামের নেতৃবৃন্দ
    জিয়া স্মৃতি জাদুঘরের নাম পরিবর্তন করে “মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর” করতে হবে

    বাংলাদেশ মেইলঃ স্বাধীনতার বরেন্দ্রভূমি চট্টগ্রামে জিয়াউর রহমানের নামে জাদুঘর অপসারণের দাবীতে মুক্তিযুদ্ধের স্বপক্ষের ছাত্র ফোরামের উদ্যোগে এবং মুক্তিযুদ্ধের স্বপক্ষের ছাত্র ফোরামের সহ-সভাপতি ও চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সদস্য মোশরাফুল হক চৌধুরী পাবেলের সভাপতিত্বে ও ছাত্রনেতা জাহিদুল হক প্রমি ও এস, এম আল আমিন বাবুর যৌথ সঞ্চালনায় নগরীর কাজীর দেউড়ীর পার্ক সম্মুখে এক প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

    উক্ত মানববন্ধনে বক্তারা বলেন স্বাধীনতার মহেন্দ্র সময়ে জিয়া পাকিস্তানী অনুচর হিসেবে কাজ করেন, যুদ্ধকালীন সময়ে এই খুনির সম্মুখযুদ্ধের কোন ইতিহাস নেই, স্বাধীনতা পরবর্তী সময়ে নিজ বিরাঙ্গনা স্ত্রী খালেদা জিয়ার উছিলায় বঙ্গবন্ধুর বদান্যতায় বাংলাদেশ সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ পদে আসীন হন, পাকিস্তানি রাষ্ট্র কায়েমের স্বপ্নে বিভোর হয়ে জিয়া সেনাবাহিনীর মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করেন, বঙ্গবন্ধুর হত্যার পরবর্তী সময়ে জিয়া বিদেশি প্রভু রাষ্ট্রের আশীর্বাদে সরকার গঠন করে বঙ্গবন্ধুর হত্যাকারীদের রাষ্ট্রদূত সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে পুরষ্কার স্বরূপ পদায়ন করেন। এমন একজন খুনির নামে কোন স্থাপনা চট্টগ্রামের মাটিতে রেখে ইতিহাসের কাছে অপদস্ত হতে বীর চট্টলার মানুষ চাই না। অনতি বিলম্বে জিয়ার জাদুঘরের নাম পরিবর্তন করার জোর দাবী জানান উপস্থিত নেতৃবৃন্দ।

    উক্ত মানববন্ধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সদস্য রাজেশ বড়ুয়া, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ সহ-সভাপতি সৌমেন বড়ুয়া, কোতোয়ালী থানা যুবলীগ নেতা রফিকুল ইসলাম রফিক, উপ সাংস্কৃতিক সম্পাদক মোঃ বিন ফয়সাল। আরো উপস্থিত ছিলেন ইমরান শাওন, নাজিম উদ্দিন সাইফুল, আনিস আহমেদ, শাহাদাত হোসেন মানিক, সৈকত দাশ, মোমিনুল হক সুমন, মোঃ ছিবগাতুল্লাহ সিফাত, মোঃ সায়েদ আব্দুল্লাহ রকি, এস এম মারুফ, আব্দুর রহমান, শোভন চৌধুরী বান্টি, মেসকাত ফারাবী আয়াত, রবিউল আওয়াল জীবন প্রমুখ।