উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে সংঘর্ষ, মৃতের সংখ্যা বেড়ে ৭

বাংলাদেশ মেইল ::

কক্সবাজারের উখিয়ায়   রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ৭ রোহিঙ্গা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। শুক্রবার (২২ অক্টোবর) ভোরে উখিয়ার ১৮ নং ক্যাম্পে এ ঘটনা ঘটে।

নিহত রোহিঙ্গারা হলেন আজিজুল হক(২২), পিতা- নুরুল ইসলাম, ব্লক- এইচ/৫২,  ইব্রাহিম (১৭), পিতা-অজ্ঞাত, ক্যাম্প-১৮,মোঃ আমিন(৩০), পিতা- আবুল হোসেন, ব্লক-এইচ/৫২, মোঃ ইদ্রিস (৩২), পিতা- অজ্ঞাত,হাফেজ নুর হালিম (৪৫), পিতাঃ মোঃ নবী, ব্লকঃ এফ/২২ ক্যাম্প-১৮,মৌলভী হামিদুল্লাহ (৫০), পিতাঃ অজ্ঞাত, ক্যাম্প-১৮, নূর কায়সার(১৫), পিতা- নূর মোহাম্মদ, ব্লক-এইচ/৫০, ক্যাম্প-১৮।

এ ঘটনায় অস্ত্রসহ মুজিবুর রহমান নামে একজনকে আটক করেছেন ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এসপি শিহাব কায়সার খান  বলেন, উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে কী কারণে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ  হয়েছে তা এখনো স্পষ্ট নয়। ঘটনার পর অস্ত্রসহ একজনকে  আটক করা হয়েছে । সংঘর্ষে ঘটনাস্থলেই চার রোহিঙ্গা নিহত হয়েছেন। পরে আহতদের তিন জন এমএসএফ হাসপাতালে মারা যান ।

প্রসঙ্গত, বাংলাদেশে সব মিলিয়ে এগারো লাখের বেশি রোহিঙ্গা রয়েছে। তাদের অনেকেই অনিবন্ধিত আশ্রয় শিবিরগুলোয় বসবাস করে। এর আগেও রোহিঙ্গা ক্যাম্পে সংঘর্ষ এবং হতাহতের ঘটনা ঘটেছে।