পুঁথিগত শিক্ষা নয় বিজ্ঞান ভিত্তিক শিক্ষাই স্বনির্ভর জাতি গঠনে সহায়ক -হুইপ সামশুল

মহিউদ্দীন চৌধুরী, পটিয়া::

পটিয়া কোলাগাঁও ইউনিয়ন ইউনিয়নে তিন কোটি ৩৩ লক্ষ টাকা ব্যয়ে লাখেরা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের শুভ উদ্বোধন উপলক্ষে লাখেরা উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ মফিজুর রহমানের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়েছে।

(১০ অক্টোবর) রবিবার সকাল এগারোটায় বিদ্যালয়ের হলে অনুষ্ঠিত সভায় জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব সামশুল হক চৌধুরী এমপি প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পুঁথি শিক্ষায় শিক্ষিত হওয়ার চেয়ে কারিগরি ও প্রযুক্তি নির্ভর শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতি গঠনে ভূমিকা পালন করতে হবে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তি শালী করতে সবাই ঐক্য বদ্ধ হয়ে জাতি গঠনে কাজ করতে হবে।

লাখেরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সনজিত কুসুম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন পটিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম সামশুজ্জামান চৌধুরী, চট্টগ্রাম জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান দেব ব্রত দাশ, পটিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান ডাঃ তিমির বরণ চৌধুরী, মাজেদা বেগম শিরু, বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক কেন্দ্রীয় উপ কমিটির সদস্য এম এ রহিম, হুইপ মহোদয় এর একান্ত সচিব হাবিবুল হক চৌধুরী, পটিয়া উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি সামশুল ইসলাম চেয়ারম্যান, কোলাগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমদ নুর, কোলাগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু জাফর, সাধারণ সম্পাদক বদি উল আলম তুষার, সহ সভাপতি হাজি ওসমান গনি, অন্যান্যদের মধ্যে আওয়ামী লীগ নেতা দিদারুল আলম। হাবিবুর রহমান মেম্বার,হুমায়ুন কবির, কোলাগাঁও ইউনিয়ন যুবলীগের সভাপতি মাহবুবুল হক চৌধুরী,সাধারণ সম্পাদক বুলবুল হোসেন, কোলাগাঁও ইউনিয়ন স্বচ্ছা সেবক লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বেলাল, যুবলীগ নেতা বীন কাসেম রাসেল,মোহাম্মদ ইসমাইল, নাজিম উদ্দিন, বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক যথাক্রমে মনোতোষ বাবু, হাজি রফিক আহমদ, জালাল আহমদ, মোহাম্মদ শাহাজান, আকতার জাবেদ, মনছুর আলম,মোহাম্মদ নুরুল আলম,আবু বক্কর মেম্বার, পটিয়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক তানভীর হোসেন, মোহাম্মদ আসিফ প্রমূখ।