প্যারাসুট নারিকেল তেলের অনুরূপ “প্যারামুট” ভেজাল নারিকেল জব্দ

বাংলাদেশ মেইল ::

হাটহাজারী উপজেলার চিকনদন্ডি ইউনিয়নের আমানবাজার এলাকার নকল প্যারাসুট নারিকেল তৈলের কারখানায় অভিযান চালিয়েছেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিদুল আলম।

মঙ্গলবার (১৯ অক্টোবর)  বিকাল ৪ ঘটিকা হতে সন্ধা ৬ ঘটিকা পর্যন্ত হাটহাজারী উপজেলা এলাকায় নকল পণ্যের প্যারাসোট নারিকেল তৈলের কারখানাতে অভিযান পরিচালনা করেন।

প্যারাসুট নারিকেল তেল এর অনুরূপ প্যারামুট নামক ভেজাল নারিকেল তেল তৈরীর অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।

বিএসটিআই, চট্টগ্রাম প্রতিনিধির অভিযোগনামার ভিত্তিতে ভেজাল পণ্য (প্যারাসুট নারিকেল তেল এর অনুরূপ প্যারামুট নামক ভেজাল নারিকেল তেল) সংরক্ষণ ও বিপননের দায়ে শামসুন নাহার নামক একজন বিক্রেতাকে বিএসটিআই আইন- ২০১৮ এর ২৭(১) ধারা মোতাবেক ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

মূল উৎপাদনকারী বা মালিক’কে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। বিএসটিআই প্রতিনিধিকে পণ্যসমূহ যাচাই করে উৎপাদনকারী প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা করার নির্দেশনা প্রদান করা হয়।