বিরামপুরে মাদক সেবনের দায়ে ৪ জনের বিনাশ্রম কারাদণ্ড

বিরামপুর প্রতিনিধি ::

বিরামপুর উপজেলা প্রশাসন ও থানা পুলিশের বিশেষ অভিযানে পৌর শহর এলাকা থেকে মাদক সেবনের দায়ে মাদকাসক্ত ৪ জনকে আটক করেছে বিরামপুর থানা পুলিশ।

(৭ সেপ্টেম্বর) গতকাল বৃহস্পতিবার পৌর শহর এলাকা ইসলামপাড়া মহল্লায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

আটককৃত আসামীরা হলেন, পৌর শহর এলাকার পূর্বপাড়া মহল্লার মোঃ তাজ উদ্দিনের পুত্র মোঃ শাকিল (২১), পূর্বজগন্নাথপুর মহল্লার মৃতঃ শফি উদ্দিনের পুত্র মোঃ আঃ রাজ্জাক (৩০) ও ইসলামপাড়া মহল্লার মোঃ লুৎফর রহমানের পুত্র মোঃ হারুনুর রশিদ (৩২) একই মহল্লার তৈয়ব আলীর পুত্র মোঃ আনোয়ার হোসেন (৩৬)।

আটককৃত আসামীদের মোবাইল কোর্ট মামলা নং ৮৭৩/২১ মাধ্যমে মোঃ শাকিলকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ও মোবাইল কোর্ট মামলা নং ৮৭৪/২১,৮৭৫/২১, ৮৭৬/২১ মাধ্যমে মোঃ আঃ রাজ্জাক,মোঃ হারুনুর রশিদ এবং মোঃ আনোয়ার হোসেন প্রত্যেককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী  ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন কুমার মহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদক সেবনের দায়ে ৪ জনকে মোবাইল কোর্ট  বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন । আটককৃত আসামীদের শুক্রবার সকালে দিনাজপুর জেলা করাগারে প্রেরণ করা হয়েছে।

উপজেলা প্রশাসন অফিসের স্টাফ ও বিরামপুর থানার অফিসার এবং ফোর্সরা অভিযান পরিচালনায় সার্বিক সহায়তা করেন।