‘তাইওয়ানকে চীনের অংশ মনে করে রাশিয়া’

তাইওয়ানকে

বাংলাদেশ মেইল ::

তাইওয়ানকে চীনের অংশ মনে করে রাশিয়া। এ কথা বলেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। খবর প্রকাশ করেছে নিউজউইক ও বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (১২ অক্টোবর) কাজাখস্তান সফরকালে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, অন্য বেশিরভাগ দেশের মতো রাশিয়াও তাইওয়ানকে চীনের অংশ মনে করে। এটাই তাদের পররাষ্ট্রনীতি।

এদিকে, তাইওয়ানের প্রতিরক্ষামন্ত্রী সতর্ক করে দিয়ে বলেছেন, চীনা সেনারা বেশি কাছে আসলে পরিণতি ভাল হবে না। বুধবার পার্লামেন্টে চীনের সঙ্গে উত্তেজনা বিষয়ে অবহিত করতে তিনি বলেন, চীনের সেনারা যতো কাছাকাছি আসবে ততোই তাদের কঠোর পরিণতি ভোগ করতে হবে।