বাংলাদেশের বিপক্ষে স্কটল্যান্ড
ম্যাচের শুরুতেই সাইফউদ্দিনের আঘাত

স্কটল্যান্ড

বাংলাদেশ মেইল ::

বিশ্বকাপের দ্বিতীয় বাংলাদেশের বিপক্ষে মাঠে নেমেছে স্কটল্যান্ড। বাংলাদেশ সময় ৮টায় শুরু হয়েছে ম্যাচ। এ ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি স্কটল্যান্ডের দুই ওপেনার কাইল কোয়েটজার ও জর্জ মুনসি।

বাংলাদেশের হয়ে শুরুতেই বল হাতে আসেব ফাস্ট বোলার তাসকিন আহমেদ। প্রথমে ওভারে তাস্কিন দেন মাত্র ৪ রান। পরের ওভারে বল হাতে আসেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। সেই ওভারে ফিজ কোন রান দেয়নি।

এরপর বোলিংয়ে এসে স্কটল্যান্ডের শিবিরে প্রথম আঘাত হানেন মোহাম্মদ সাইফউদ্দিন। তার শিকার স্কটল্যান্ডের অধিনায়ক কাইল কোয়েটজার। সাইফের বলে সরাসরি বোল্ড হয়ে এই ব্যাটার সাজঘরে ফিরে যায়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত স্কটল্যান্ডের সংগ্রহ ১ উইকেট হারিয়ে ৩.১ ওভারে ৭ রান।

বাংলাদেশ একাদশ: লিটন দাস,সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান (উইকেটরক্ষক), শেখ মাহাদী হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।

স্কটল্যান্ড একাদশ: কাইল কোয়েটজার (অধিনায়ক), জর্জ মুনসি, ম্যাথিউ ক্রস (উইকেটরক্ষক), রিচি বেরিংটন, ক্যালাম ম্যাকলয়েড, মাইকেল লিয়াস্ক, ক্রিস গ্রিভস, মার্ক ওয়াট, জোশ ডেভি, সাফিয়ান শরীফ, ব্র্যাড ওয়েল। সূত্র: আইসিসি