ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে চট্টগ্রামে গণপরিবহন বন্ধ

ডিজেলের

বাংলাদেশ মেইল::

ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে চট্টগ্রামে পণ্যবাহী গাড়ির পাশাপাশি শুক্রবার সকাল ৬টা থেকে গণপরিবহন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন গণপরিবহন মালিকরা।বৃহস্পতিবার নগরীর আগ্রাবাদ এলাকায় চট্টগ্রাম মেট্রোপলিটন বাস মালিক সমিতির কার্যালয়ে বাস সার্ভিস মালিক সমিতির এক যৌথ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।সন্ধ্যায় চট্টগ্রাম মেট্রোপলিটন বাস মালিক সমিতির সভাপতি বেলায়েত হোসেন বেলাল গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

৮০ টাকা করে ডিজেল কিনে গাড়ি চালানো আমাদের পক্ষে সম্ভব নয় জানিয়ে বেলায়েত হোসেন বলেন, তেলের দাম বৃদ্ধি পাওয়ায় বৃহস্পতিবারই রাস্তায় নামেনি অনেক বাস। এতে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়। এছাড়াও উদ্বেগ-উৎকণ্ঠায় পড়েছে সাধারণ মানুষও।

তিনি আরও বলেন, বাড়তি দামে গণপরিবহন চালানো আমাদের পক্ষে সম্ভব নয়। হঠাৎ ডিজেলের এ দাম বৃদ্ধির কোনো যৌক্তিকতা নেই। তাই অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছি।লাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের চট্টগ্রাম বিভাগীয় সভাপতি মো. মুসা বলেন, আগামীকাল থেকে গণপরিবহন ও পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ থাকবে। এটা কেন্দ্রীয় সিদ্ধান্ত।