কাবুলে সামরিক হাসপাতালের কাছে জোড়া বিস্ফোরণ, গুলি

সামরিক হাসপাতালের

বাংলাদেশ মেইল ::

আফগানিস্তানের রাজধানী কাবুলের সবচেয়ে বড় সামরিক হাসপাতালের পাশে জোড়া বিস্ফোরণ ও গুলির শব্দ শোনা গেছে। তবে এতে কেউ হতাহত হয়েছেন কিনা, তা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী ও তালেবান কর্মকর্তাদের বরাত দিয়ে মঙ্গলবার বার্তাসংস্থা রয়টার্স সামরিক হাসপাতালের কাছে বিস্ফোরণের এ খবর জানায়। আফগানিস্তানে ক্ষমতাসীন তালেবান সরকারের মুখপাত্র ক্বারি সাঈদ খোস্তি বলেন, ৪০০ আসনবিশিষ্ট সরদার মোহাম্মদ দাউদ খান হাসপাতালের ফটকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

টুইটারে তিনি বলেন, ‘ওই এলাকায় নিরাপত্তা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে; কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।’

হাসপাতালটি কাবুলের কেন্দ্রে থাকা কূটনৈতিক এলাকায়। গণমাধ্যমে প্রকাশিত ছবিতে বিস্ফোরণের পর ধোঁয়া উড়তে দেখা গেছে।