‘হাফ ভাড়া’ কার্যকরের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন

‘হাফ ভাড়া’

বাংলাদেশ মেইল ::

পূর্ব ঘোষণা অনুযায়ী মঙ্গলবার দুপুরে গণপরিবহনে শিক্ষার্থীদের জন্য হাফ পাস নির্ধারণের প্রজ্ঞাপন জারি করার দাবিতে অবরোধ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে এ কর্মসূচিতে ঢাকা কলেজ, ঢাকা সিটি কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজসহ আশপাশের কয়েকটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে।

আন্দোলন চলাকালে এ এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। চরম ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষের।অবরোধ শেষে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে সড়ক ছেড়েছে শিক্ষার্থী।

দাবি কার্যকর না হলে ২৫ নভেম্বর আবারও নীলক্ষেতে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে তারা। পরে অবস্থান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে নীলক্ষেতে যায় শিক্ষার্থীরা। সেখানে গিয়ে দুপর ২টার দিকে সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।

‘হাফ ভাড়া’ কার্যকরের দাবিতে চট্টগ্রামেও মাঠে নেমেছে শিক্ষার্থীরা ।