যুক্তরাষ্ট্রে সঙ্গীতানুষ্ঠানে হুড়োহুড়ি করতে গিয়ে ৮ জনের মৃত্যু, বহু আহত

হুড়োহুড়ি

বাংলাদেশ মেইল::

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে একটি সঙ্গীতানুষ্ঠানে হুড়োহুড়ি করতে গিয়ে অন্তত ৮ জন মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন শতাধিক। শনিবার বিবিসি এ খবর জানায়।যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানান, ট্রেভিস স্কটস অ্যাস্ট্রোওয়ার্ল্ড ফেস্টিভালের মঞ্চের দিকে উপস্থিত হাজার হাজার দর্শক চাপাচাপি করে এগোতে থাকলে এ দুর্ঘটনা ঘটে। এ সময় উপস্থিত দর্শকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।আতঙ্কের মধ্যে অন্তত ১১ জনের হার্ট অ্যাটাক হয়। এদেরকে হাসপাতালে নেয়া হলে ৮ জন মারা যান। ওই অনুষ্ঠানে ৫০ হাজারের বেশি দর্শক উপস্থিত হয়েছিলেন।

হুড়োহুড়ি করতে গিয়ে আহত হয়েছেন অন্তত ৩০০ জন। হোস্টনের অগ্নিনিরাপত্তা বিভাগের প্রধান স্যামুয়েল পেনা বলেন, স্থানীয় সময় শুক্রবার রাত ৯টা ১৫ মিনিটে এ ঘটনা ঘটে।সাংবাদিকদের তিনি বলেন, ‘দর্শকরা মঞ্চের সামনের দিকে চাপাচাপি করে এগোতে থাকেন। এ সময় লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।’ তিনি বলেন, লোকজন আহত হওয়ার পর আতঙ্ক আরও বাড়তে থাকে।