১৫ জানুয়ারি থেকে অর্ধেক যাত্রী নিয়ে ট্রেন চলাচল শুরু হবে

বাংলাদেশ মেইল ::

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন মোকাবিলায় আগামী ১৫ জানুয়ারি (শনিবার) থেকে নতুন নিয়মে ট্রেন চলাচল শুরু হবে। এদিন থেকে ট্রেনগুলো অর্ধেক যাত্রী পরিবহন করবে। নতুন নিয়ম অনুযায়ী ৫০ শতাংশের ২৫ শতাংশ টিকিট অনলাইনে এবং ২৫ শতাংশ কাউন্টারে বিক্রি করা হবে। আগামীকাল বুধবার (১২ জানুয়ারি) থেকে নতুন নিয়মে ট্রেনের টিকিট বিক্রি হবে।

মঙ্গলবার বাংলাদেশ রেলওয়ের উপপরিচালক (টিসি) মোঃ নাহিদ হাসান খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ ব্যাপারে রেলের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার সাহাদাত আলী গণমাধ্যমকে জানিয়েছেন, ট্রেনে অর্ধেক আসন ফাঁকা গেলেও ভাড়া বাড়ানো হবে না। তবে মাস্ক ছাড়া কাউকে স্টেশনে ঢুকতে দেওয়া হবে না। মূলত সব জায়গায় স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর গুরুত্ব দেয়া হবে।

রেলওয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, কোভিড-১৯ বিস্তাররোধে সার্বিক কার্যাবলি/চলাচলে বিধিনিষেধ আরাপ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সেখানে গণপরিবহনে অর্ধেক যাত্রী নিয়ে চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে। তারই ধারাবাহিকতায় রেলে পরিবহনে নতুন সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।