শপথ নিলেন সদ্য নিয়োগপ্রাপ্ত ৩ বিচারপতি

বাংলাদেশ মেইল ::

সদ্য নিয়োগ পাওয়া সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ৪ বিচারপতির মধ্যে তিনজন শপথ পাঠ করেছেন। রোববার বেলা পৌনে ১১টায় প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী তাদের শপথ বাক্য পাঠ করিয়েছেন।

শপথগ্রহণ করা তিন বিচারপতি হলেন- বিচারপতি বোরহান উদ্দিন, বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি কৃষ্ণা দেবনাথ।

অপর বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাই তার শপথ পরে পাঠ করানো হবে।

সকালে চার বিচারপতির নিয়োগের বিষয়ে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ একটি প্রজ্ঞাপন জারি করে। শনিবার রাতে রাষ্ট্রপতি আবদুল হামিদ প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করে তাদের নিয়োগ দেন।

এর আগে গত ৩০ ডিসেম্বর দেশের নতুন প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। সংবিধানের ৯৫ (১) ধারা অনুযায়ী রাষ্ট্রপতি এ নিয়োগ দেন।