‘গডফাদার’ নিয়ে যা বললেন শামীম ওসমান

শামীম ওসমান

বাংলাদেশ মেইল ::

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে স্থানীয় সংসদ সদস্য শামীম ওসমানের ভূমিকা নিয়ে নানা আলোচনা-সমালোচনার মধ্যে সোমবার এ নিয়ে সংবাদ সম্মেলন করলেন তিনি। এ দিন তিনি সাংবাদিকদের নানা প্রশ্নের মুখোমুখী হন। নারায়ণগঞ্জে আওয়ামী লীগের স্থানীয় দ্বন্দ, বিশেষ করে সিটির মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর সঙ্গে তার দ্বন্দের বিষয়ে জানতে চাওয়া হয়। এ সময় তিনি কথা বলেন ‘গডফাদার উপাধি’ নিয়েও।

‘গডফাদার’ প্রসঙ্গে শামীম ওসমান বলেন, ‘কারও যদি ইচ্ছে হয় আজকে আমাকে গডফাদার বলতে, বলবে। দুইদিন আগে যদি কারও ইচ্ছে হয় আমাকে ফাদার বলতে, বলেছেন। তিনদিন আগে ইচ্ছে হয়েছে ব্রাদার বলতে, বলেছেন। যদি কারও মনে হয় আজকে তোমাকে ব্রাদার বলবো, কালকে তোমাকে ফাদার বলবো, পরশু তোমাকে গডফাদার বলবো।’

আইভী কেনো আপনাকে ডিজওন (পছন্দ করে না এমন) করে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শামীম ওসমান বলেন, ‘আসলে যে ডিজওন করে, তার কাছে প্রশ্ন করা উচিৎ, যে কেনো ডিজওন করে।’

কথা প্রসঙ্গে তিনি বলেন, ‘যাই বলেন বইলেন, গডমাদার বইলেন না। বিকজ আই অ্যাম ম্যান। আই ডোন্ড কেয়ার ড্যাম, কে কী বললো। এই বলাবতিতে আমার কিছুই আসে যায় না।’

নাসিক নির্বাচনে নিজের ভূমিকা নিয়ে সমালোচনার বিষয়ে শামীম ওসমান বলেন, ‘কেনো আমাকে বারবার দোষারোপ করা হচ্ছে। নির্বাচনের সময় আমি কেনো সাবজেক্ট ম্যাটার হবো, জানতে চাই। নারায়ণগঞ্জ নৌকার ঘাঁটি, শেখ হাসিনার ঘাঁটি, বঙ্গবন্ধুর ঘাঁটি, এখানে অন্য কোনও খেলা হবে না। যে বিএনপি-জামায়াত আমার বাড়িঘর জ্বালিয়ে দিয়েছিল। তাদের সমর্থন কোনভাবেই সম্ভব নয়।’

তিনি বলেন, ‘আজ থেকে নৌকার হয়ে মাঠে নামলাম। আমরা যখন জাগবো অন্যরা তখন ঘুমাবে। আমাদের রক্ত মুক্তিযোদ্ধার রক্ত। বঙ্গবন্ধু আমাদের শেষ ঠিকানা। আমি কারো সামনে মাথা নত করি না। আমি নিজই ঝড়, এই ঝড় কারো সামনে মাথা নোয়ায় না।’

প্রায় ঘণ্টাব্যাপী সংবাদ সম্মেলনে কথা বলেন শামীম ওসমান। এক পর্যায়ে নিজের বাবা-মাকে নিয়ে কথা বলার সময় আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, ‘অনেক কষ্ট বুকে চাপা দিয়ে এই সংবাদ সম্মেলনে কথা বলছি। জীবনের সবচেয়ে কষ্টের একটা সংবাদ সম্মেলন করলাম। একজনের কাছে অনুরোধ করবো, অন্ততপক্ষে আল্লাহর কাছে মাফ চান। তাহলে একটু শান্তি পাই। কারণ শয়তানে শয়তানি করতে পারে। মানুষের সেইটা করা উচিত না। আমি তো মানুষ। আমি তো রোবট না।’

সংবাদ সম্মেলনে শামীম ওসমানের সাথে আরও উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি চন্দন শীল, সাধারণ সম্পাদক খোকন সাহা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মো. বাদল, ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি সাইফউল্লাহ বাদল, সাধারণ সম্পাদক শওকত আলী, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়া, বন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ রশীদ, মহানগর আওয়ামী মহিলা লীগের সভাপতি ইসরাত জাহান স্মৃতি, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভূঁইয়া সাজনু, জেলা ছাত্রলীগের সভাপতি আজিজুর রহমানসহ শামীম ওসমান অনুসারী শতাধিক নেতা-কর্মী।

উল্লেখ্য, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী নৌকা প্রতীকে নির্বাচন করছেন। পর পর দুইবার মেয়র নির্বাচিত হয়েছেন তিনি। তৃতীয়বারের মতো মেয়র পদে নির্বাচনে অংশ নিচ্ছেন।