ফটিকছড়িতে ভারতীয় হাইকমিশনার
বাংলাদেশের  জাতীয় নির্বাচনে  ভারত কোন হস্তক্ষেপ করবে না

বাংলাদেশ মেইল ::

ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেছেন, বাংলাদেশের  জাতীয় নির্বাচনে  ভারত সরকার কোন ধরণের হস্তক্ষেপ করবে না ।

শনিবার বিকেলে চট্টগ্রামের ফটিকছড়ির মাইজভান্ডার দরবার শরীফে সৈয়দ শফিউল বশর মাইজভান্ডারির ১০৩তম খোশরোজ শরীফ উপলক্ষে রওজায় গিলাফ হস্তান্তরকালে ভারতীয় হাইকমিশনার এ মন্তব্য করেন।

আগামী ২০২৪ সালে অনুষ্ঠেয় এ নির্বাচন নিয়ে দেশের রাজনীতি এখন সরগরম। দেশের রাজনীতি সচেতন মানুষের পাশাপাশি বিভিন্ন দেশের দূতাবাসগুলোও আগ্রহী হয়ে উঠছে নির্বাচন প্রক্রিয়া নিয়ে। নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটির তালিকা থেকে প্রধান নির্বাচন কমিশনারসহ ৫ সদস্যের নির্বাচন কমিশন গঠন করতে যাচ্ছেন রাষ্ট্রপতি। এমন সময়ে ইউরোপীয় উইনিয়ন সহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা যখন বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন নিয়ে নজর রাখার কথা জানিয়েছে সেখানে বাংলাদেশের বৃহত্তম প্রতিবেশী দেশ ভারত বলছে— ‘বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে তাদের নির্বাচনসহ অভ্যন্তরীণ বিষয়ে তারাই সিদ্ধান্ত নেবে। সেখানে ভারত সরকারের হস্তক্ষেপ করার কিছু নেই।’

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিক্রম কুমার দোরাইস্বামী বলেন, ‘বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। তারা তাদের নির্বাচনসহ অভ্যন্তরীন বিষয় নিয়ে সঠিক সিদ্ধান্ত নিবে। এ ব্যাপারে ভারত সরকারের হস্তক্ষেপ করার কিছুই নাই।’

বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান ও ফটিকছড়ির সাংসদ সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারির আমন্ত্রণে ভারত সরকারের পক্ষ থেকে শফিউল বশর মাইজভান্ডারির রওজা শরীফে গিলাফ চড়ান ভারতীয় হাই কমিশনার। এর আগে তিনি সাংসদ সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারির সাথে তাঁর বাস ভবনে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাইকমিশনার বলেন, ‘ভারত সব সময় বাংলাদেশের সাথে বন্ধুত্বপুর্ন সম্পর্ক বজায় রাখতে সচেষ্ট। ফটিকছড়ির রামগড় সীমান্তবর্তী স্থল বন্দর চালু হলে দু’দেশের অর্থনীতির পরিসর আরো ব্যাপক উন্নতি হবে।’