আনন্দ ভ্রমণে বের হয়ে পথে জরিমানা গুনলো পঁচিশ কিশোর

নয়ন হাসান, বিরামপুর প্রতিনিধি-

ছোট্ট একটি পিকআপে করে পঁচিশ কিশোর যাচ্ছিল আনন্দ ভ্রমণে। সঙ্গে ছিল পাঁচটি সাউন্ড বক্স। সাউন্ড  বক্সে উচ্চস্বরে বিভিন্ন গানের তালে তালে নাচানাচি করছিল তারা।

তবে আনন্দ ভ্রমণে বের হয়ে তাদের গুনতে হয়েছে জরিমানা। পথে পিকআপটির গতিরোধ করে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১৫ দিনের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে বিরামপুর উপজেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুর সরকারি কলেজের সামনের এ ঘটনা ঘটে। আনন্দ ভ্রমণে বের হওয়া কিশোরদের বাড়ি দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায়। তারা নাটোরে যাচ্ছিল।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিমল কুমার সরকার বলেন, ছোট্ট একটি পিকআপে যাত্রী ছিল পঁচিশ কিশোর। সঙ্গে পাঁচটি সাউন্ড বক্স ছিল। গানের তালে তালে তারা নাচানাচি করছিল। এতে যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতো। তাই সতর্ক করতেই এসব কিশোরদের জরিমানা করা হয়েছে।