বান্দরবানে পাঁচজনকে হত্যা, ২২ জন গ্রেফতার

বাংলাদেশ মেইল ::

ভূমি বিরোধের জের ধরে বান্দরবানের রুমা উপজেলা গালেঙ্গ্যা ইউনিয়নের দুর্গম আবুপাড়া কারবারিসহ পাঁচজনকে হত্যা করেছে স্বগোত্রের সন্ত্রাসীরা। এটা রুমার ইতিহাসে একটি ভ্রাতৃঘাতি ট্রাজেড়ি।

পাড়া কারবারি ও তাঁর চার ছেলেকে খুন করায় ২২ জনকে শুক্রবার রাতে পুলিশ গ্রেপ্তার করেছে।

রুমা থানার সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আবুল কাসেম চৌধুরী সাংবাদিকদের বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের আজ শনিবার সকালে বান্দরবান জেলা আদালতে পাঠানো হয়েছে।

বান্দরবানে একই পরিবারের ৫ জন খুন, নেপথ্যে জুম ভূমি নিয়ে বিরোধ। এর আগে থেকে তাদের মধ্যে জমির বিরোধ চলছিল বলে জানাগেছে।

এর জের ধরে গত ২৪ ফেব্রুয়ারি রাতে কুসংস্কার বসত: রুমা উপজেলার গালেঙ্গ্যা ইউনিয়নের দুর্গম আবুপাড়া কারবারি (পাড়াপ্রধান) লকরুই ম্রো ও তাঁর চার ছেলেসহ মোট পাঁচজনকে কুপিয়ে হত্যা করে।

জানাযায়, হত্যার পর পাঁচটি মরদেহ গুম করার উদ্দেশ্যে আবুপাড়ার পার্শ্ববর্তী জঙ্গলে ঝরনার গভীর খাদে ফেলে দেওয়া হয়।

রুমায় একই পরিবারের ৫ জনকে কুপিয়ে হত্যার খবর রুমায় শোকের ছায়া নেমে আসে। ৫ জনকে কুপিয়ে হত্যার খবর খবর শুক্রবার বিকেলে মরদেহ পাঁচটি উদ্ধার করে রুমা থানায় নিয়ে আসে পুলিশ।

নিহত লেং নি ম্রোর স্ত্রী হাইপয় ম্রো বাদী হয়ে রুমা থানায় হত্যা মামলা দায়ের করেন। ভূমি নিয়ে স্বগোত্রের মাজে এমন প্রাণঘাতী ঘটনা বান্দরবানে প্রথম বলে দাবী করেছেন স্থানীয়রা।