তরিকত ফেডারেশনের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

তরিকত ফেডারেশনের

বাংলাদেশ মেইল ::

বাংলাদেশ তরিকত ফেডারেশনের বিটিএফের মহাসচিব ড.সৈয়দ রেজাউল হকের প্রতিষ্ঠিত চাঁদপুর শাহ দরবার শরীফের দোগাইয়া আশরাফিয়া ইসলামিয়া সুন্নীয়া সিনিয়র মাদ্রাসার মাঠ দখলের অভিযোগ এনে ঢাকা- চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে সংগঠনটির নেতাকর্মীরা।

সংগঠনটির নেতাকর্মীরা বৃহস্পতিবার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজারে অবস্থান নিয়ে সোয়া ১০টার দিকে মহাসড়কে অবরোধ শুরু করে। এ সময় সংগঠনটির অনেক নেতাকর্মীকে মহাসড়কে শুয়ে থাকতে দেখা যায়। পরে পুলিশের আশ্বাসে দেড় ঘণ্টা পর অবরোধ তুলে নেয় সংগঠনটির নেতাকর্মীরা। এসময় মহাসড়কে ১০ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়।

সংগঠনটির নেতাকর্মীদের অভিযোগ, কুমিল্লার লাকসামে অবস্থিত দোগাইয়া আশরাফিয়া ইসলামিয়া সুন্নীয়া সিনিয়র মাদ্রাসা মাঠটি দখলের চেষ্টা করছেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী তাজুল ইসলাম। যদি মাঠ দখল ছেড়ে না দেয় তাহলে খুব শীঘ্রই সারা দেশব্যাপী বাংলাদেশ তরিকত ফেডারেশন বিটিএফ নেতৃবৃন্দ আন্দোলনের ডাক দিবেন।

এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ তরিকত ফেডারেশনের যুগ্মসচিব ও মুখপাত্র আলহাজ্ব মুহাম্মদ আলী ফারুকী, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব শাহ মুহাম্মদ আলী হোসাইন, সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জাহিদ বাহার শিপলু, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. ফেরদৌস আহমেদসহ নেতৃবৃন্দ।

পরে অবরোধ স্থলে এসে বিক্ষোভকারীদের আশ্বস্ত করেন অতিরিক্ত পুলিশ সুপার ( অপরাধ) এম তানভীর আহমেদ। তারা বিক্ষোভ শেষ করে জেলা প্রশাসকের নিকট একটি স্মারকলিপি প্রদান করেন।