চট্টগ্রামের হাটহাজারীতে অভিযান চালিয়ে অবৈধ ভাবে পাচারকালে আনুমানিক ৫লক্ষ টাকার কাঠ বোঝাই বরিশাল ট ০৫-০০২৯ নাম্বারের একটি ট্রাকসহ তিনজনকে আটক করেছে স্থানীয় বনবিভাগ।
মঙ্গলবার (১৯ এপ্রিল) সকালে র্যাব ৭ চট্টগ্রামের হাটহাজারী ক্যাম্পের সামনে বনবিভাগের হাটহাজারী রেঞ্জ কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। বুধবার সন্ধ্যায় এ তথ্য জানান হাটহাজারী রেঞ্জ কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরী।
গ্রেপ্তারকৃতরা হলে ফটিকছড়ি উপজেলার বাসিন্দা রিফাত হোসেন(২২), শাহজাহান(২১) ও খোরশেদ (১৯)। এবিষয়ে তিনি আরো জানান, গ্রেফতারকৃতদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অভিযানে র্যাব ৭ চট্টগ্রামের হাটহাজারী ক্যাম্প সদস্যরা সহযোগিতা করেন।