চাকরিচ্যুত সাংবাদিক-কর্মচারীদের বকেয়া না দেয়াটা অমানবিক -ড. মিজানুর রহমান

বাংলাদেশ মেইল ::

জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান ড. প্রফেসর মিজানুর রহমান বলেছেন, আলোকিত বাংলাদেশের চাকরিচ্যুত সাংবাদিক কর্মচারীদের ঈদের আগে বকেয়া পরিশোধ না করাটা অমানবিক।

শনিবার (৩০ এপ্রিল) ধানমণ্ডিতে ঢাকা আহছানিয়া মিশন সদর দপ্তরের গেটে বকেয়ার দাবিতে অবস্হান ধর্মঘটরত সাংবাদিক কর্মচারীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে তিনি একথা বলেন।

সাংবাদিক কর্মচারীদের বকেয়া পরিশোধের কথা বলে কর্মকর্তাদের অফিসে না আসা এবং ফোন না ধরায় বিষ্ময় প্রকাশ করে তিনি বলেন, যে প্রতিষ্ঠানটি সারা দেশে মানবিক কর্মকাণ্ড চালাচ্ছে সেই প্রতিষ্ঠান কর্মকর্তাদের নিজেদের সহকর্মীদের সঙ্গে এ ধরনের আচরন অমানবিক এবং নিন্দনীয়।

তিনি মিশন কর্তৃপক্ষের সঙ্গে পুরো বিষয়টা নিয়ে কথা বলবেন বলে আশ্বাস দেন। পরে তিনি কয়েকজন কর্মকর্তার সঙ্গে আলোচনা করে কর্মসূচি স্হগিতের অনুরোধ জানান।

উল্লেখ্য, আলোকিত বাংলাদেশের দায়িত্বপ্রাপ্ত ওবায়দুল হক ও কনসালটেন্ট আওরঙ্গজেব শনিবার সাংবাদিক কর্মচারীদের বকেয়া দেয়া হবে বলে জানিয়ে অফিসে আসেন নি এমনকি কোন ফোন রিসিভ করেননি।