মদের বিধিমালা বাতিলসহ ১৪ দাবি ইসলামী আন্দোলনের

 ইসলামী
বুধবার (১৮ মে) বেলা ১২ টায় শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত বরিশাল বিভাগীয় সমাবেশের প্রস্তুতি নিয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।তাদের সভাকে কেন্দ্র করে কয়েক হাজার মানুষের সমাগম ঘটবে বলেও জানান তিনি।এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শায়খে চরমোনাই আরও বলেন, বরিশালে হলুদ অটো চলাচলের লাইসেন্স দেওয়ার ক্ষমতা আছে বিআরটিএ-এর। সিটি করপোরেশনের এ বিষয়ে কোনো অধিকার নেই। তারপরও মেয়র কী করে লাইসেন্স দেবেন তা আমার জানা নেই।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সমাবেশ বাস্তবায়ন কমিটির যুগ্ম আহ্বায়ক সৈয়দ মাওলানা নাসির আহমেদ কাওছার,যুগ্ম আহ্বায়ক মাওলানা মো. ইদ্রিস আলী, সদস্য সচিব মাওলানা মো. সিরাজুল ইসলাম, যুগ্ম সদস্য সচীব মাওলানা মো. খলিলুর রহমান ও প্রচার সেলের আহ্বায়ক মাওলানা আব্দুল খায়েরসহ দলের নেতারা।