৯ তলার জানালায় ঝুলছিল শিশু, জীবনের ঝুঁকি নিয়ে উদ্ধারে যুবক

শিশু
বাংলাদেশ মেইল::
নয় তলার জানালায় ঝুলে থাকা শিশুকে উদ্ধার করতে জীবনের ঝুঁকি নিলেন এক যুবক। এই পুরো ঘটনা ভিডিও করেন তারই প্রতিবেশী।সেই ভিডিও এখন ভাইরাল। যা দেখে শিউরে উঠছেন নেটিজেনরা।  যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য মিররের প্রতিবেদনে বলা হয়, বুধবার (১১ মে) কাজাখস্তানের রাজধানী নুর-সুলতানে ঘটে ভয়ংকর ঘটনাটি।

তিন বছরের ওই শিশুর মা ঘর বন্ধ করে গিয়েছিলেন বাজারে কেনাকাটা করতে।   হঠাৎ ওই বহুতলের অন্যরা খেয়াল করেন নয় তলায় মাটি থেকে প্রায় একশ ফুট ওপরে একটি শিশু কাঁচের জানালার রড ধরে ঝুলছে। দৃশ্য দেখে নিচে থাকা পথচারীরা আতঙ্কে চিৎকার শুরু করেন। এসময় সেই শিশুটিকে  বাঁচালেন বছর ৩৭-এর যুবক সাবিত।

সাবিত জানান, তিনি ওইদিন অন্যদিনের মতোই কাজের জন্য বের হন। লোকজনের চেঁচামেচি শুনে দেখেন শিশুটি ওইভাবে ঝুলছে। এরপর আর দেরি করেননি। নিচতলার একটি জানালা বেয়ে শিশুটিকে উদ্ধার করতে নামেন।  কাজাখস্তানের সংশ্লিষ্ট মন্ত্রণালয় জানিয়েছে, খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছিল।  তবে তার আগেই সাবিত যেভাবে শিশুটিকে উদ্ধার করেছেন, তার জন্য কোনও প্রশংসাই যথেষ্ট নয়।