তামিম-মুশফিক-লিটনে শক্ত অবস্থানে বাংলাদেশ

মুশফিক
বাংলাদেশ মেইল::

আগের দিন বিনা উইকেটে ৭৬ রান তুলেছিল বাংলাদেশ। তামিম ইকবাল আর মাহমুুদুল হাসান জয়ের উদ্বোধণী জুটি শেষ পর্যন্ত গেছে ১৬২ পর্যন্ত। সেঞ্চুরি পেয়েছেন তামিম। হাতের পেশিতে টান পরা তামিম মাঠ ছাড়লে তৃতীয় সেশনে দাপট দেখিয়েছেন লিটন দাস ও মুশফিকুর রহিম। সব মিলিয়ে চট্টগ্রাম টেস্টে শক্ত অবস্থানে বাংলাদেশ।৩ উইকেটে ৩১৮ রান তুলে আজ তৃতীয় দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ

অনেকদিন অফ ফর্মে থাকা অভিজ্ঞ মুশফিকুর রহিম দিন শেষে ১৩৪ বলে ৫৩ রান করে অপরাজিত। তার সঙ্গে ১১৩ বল খেলে ৫৪ রানে অপরাজিত লিটন দাস।দারুণ খেলতে থাকা তামিম ইকবাল ব্যক্তিগত ১৩৩ রানের মাথায় মাঠ ছাড়েন। হাতে পেশিতে টান পরা তামিম চা বিরতির পর আর মাঠে নামেননি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম জানান, সুস্থ্য অনুভব করলে আবারও ব্যাটিং করতে নামবেন তামিম।

মঙ্গলবার (১৭ মে) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিনা উইকেটে ৭৮ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করা বাংলাদেশ সকালটা কাটিয়েছে দারুণভাবে। দুই অপরাজিত ব্যাটার তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয় নতুন বলে প্রতিপক্ষ ব্যাটারকে কোনও সুযোগই দেননি। প্রথম সেশনে ২৮ ওভারে ৮১ রান তুলতে উইকেট হারায়নি বাংলাদেশ।

তবে তৃতীয় সেশনটা একদমই ভালো কাটেনি। মধ্যাহ্ন বিরতির পরপরই আসিথা ফার্নান্দোর বলে ধৈর্য্যের বিচ্যুতি ঘটে মাহমুুদুল হাসানের। বারবার শরীর তাক করা বাউন্সারে মাহমুদুলকে ফাঁদে ফেলার চেষ্টা করছিলেন ফার্নান্দো। বাংলাদেশি তরুণও যেন সেই ফাঁদেই পা দিলেন। ব্যাট উঁচিয়ে খেলতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন ৫৮ রান করে। তার ১৪২ বলের ইনিংসটিতে চারের মার ৯টি।

এরপর কনকাশন বদলি হিসেবে মাঠে নামা পেসার কাসুন রাজিথার বলে উইকেট বিলিয়ে দিয়ে আসেন নাজমুল হাসান শান্ত, অধিনাযক মুমিনুল হক। রাজিথার অফ স্টাম্পের বাইরে থাকা বলকে তাড়া করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন শান্ত। ২২ বলে ১ রান করতে পেরেছেন ফেরার আগে।

অনেকদিন অফ ফর্মে থাকা মুমিনুলও ক্রিজে সাবলীল ছিলেন না। রাজিথার ভেতরে ঢোকা বলের জবাবই দিতে পারেননি মুমিনুল। ১৯ বলে ২ রান করার পর সরাসরি বোল্ড। তবে এসবের মধ্যে সেঞ্চুরি পূর্ন করেন তামিম। প্রায় সাড়ে তিন বছরের টেস্ট সেঞ্চুরিটাকে আরও এগিয়ে নিচ্ছিলেন দারুণভাবেই। কিন্তু পানিশূন্যতায় পেশিতে টান লাগলে ক্রিজ ছাড়তে হয় বাংলাদেশের ওয়ানডে অধিনায়ককে।

তবে দ্রুত তিন ব্যাটার ফিরলেও পরে সেটা দারুণভাবে পুষিয়ে নিয়েছে বাংলাদেশ। এরপর লিটন কুমার দাস এবং অনেকদিন অফ ফর্মে থাকা মুশফিকুর রহিম যে প্রতিপক্ষকে আর সুযোগই দিলেন না সেভাবে। তৃতীয় সেশনে ২১১ বলে ৯৮ রানের জুটি গড়ে অপরাজিত দুজন। ১৩৪ বলে মুশফিকের ৫৩ রানের ইনিংসটিতে চারের মার মাত্র ২টি। ১১৩ বলে লিটন ৫৪ রান করতে চার মেরেছেন ৪টি।কাল নিশ্চয় বড় লিড নেওয়ার লক্ষ্য নিয়েই ব্যাটিং করতে নামবে বাংলাদেশ।