মধ্যরাতে রাঙামাটির রাজস্থলীতে পাহাড়ি সন্ত্রাসীদের গুলিবিনিময়; নিহত ১

আলমগীর মানিক,রাঙামাটি ::

রাঙামাটির রাজস্থলীতে উপজাতীয় দু’দল সশস্ত্র গ্রুপের মধ্যে গুলাগুলিতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি জেএসএস এর এক সন্ত্রাসী নিহত হয়েছে। রাজস্থলীর সার্কেল এর সহকারী পুলিশ সুপার মোঃ আবু ছালেহ ঘটনার সত্যতা নিশ্চিত করলেও তাৎক্ষনিকভাবে নিহতের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেননি।

স্থানীয় সূত্রে জানাগেছে, শুক্রবার দিবাগত মধ্যরাতে রাজস্থলী উপজেলা সদরের কাছেই ২নং গাইন্দ্যা ইউনিয়নের ওগারী পাড়া এলাকায় মারমা ন্যাশনাল পার্টি ও জেএসএস এর দু’দল সশস্ত্র সন্ত্রাসীর মধ্যে প্রচন্ড রকমের গোলাগুলি চলে। থেমে অন্তত আধাঘন্টাব্যাপী উভয়দলের সন্ত্রাসীরা গুলি বিনিময় করে সন্ত্রাসীরা চলে গেলেও প্রাণ ভয়ে রাতের বেলায় স্থানীয়রা কেউই ঘর থেকে বের হয়নি। সকালে স্থানীয়রা উগারি পাড়ার রাস্তার উপর জলপাই রংয়ের পোশাক পরিহিত একজনের গুলিবিদ্ধ মরদেহ পরে থাকতে দেখে পুলিশকে জানায়।

স্থানীয়দের বরাত দিয়ে রাজস্থলীর সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ আবু ছালেহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, উক্ত সন্ত্রাসী জেএসএস এর সক্রিয় সদস্য বলে আমরা জানতে পেরেছি। তবে এখনো পর্যন্ত তার নাম-ঠিকানা আমরা নিশ্চিত হতে পারিনি।