‘আউটস্ট্যান্ডিং ওমেন অব দ্য ওয়ার্ল্ড’ এওয়ার্ড পেয়েছেন টিউলিপ

বাংলাদেশ মেইল ::

আউটস্ট্যান্ডিং  ওমেন অব দ্য ওয়ার্ল্ড এওয়ার্ড ফর এলিশিপ পেয়েছেন ব্রিটিশ পার্লামেন্টের ছায়া উপমন্ত্রী,  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক।

নারীর ক্ষমতায়ন প্রতিষ্ঠায় বিশেষ অবদান এবং ইরানে বন্দী জীবন কাটানো ইরানিয়ান বৃটিশ নাগরিক নাজানিন বনিয়াদি’র প্রতি সহমর্মিতা প্রকাশের জন্য যুক্তরাজ্যের একটি সংস্থা তাকে এই পদক দিয়েছে।

২০১৫ সাল থেকে লন্ডনের হ্যাম্পস্টেড ও কিলবার্নের এমপি হিসেবে দায়িত্ব পালন করছেন শেখ রেহানার কন্যা টিউলিপ সিদ্দিক। নির্বাচনে ২৮ হাজার ৯৭৭ ভোট পেয়ে টানা তৃতীয়বারের মতো লন্ডনের হ্যাম্পস্টেড ও কিলবার্ন আসনে জয়ী হন টিউলিপ।

২০১৫ সালে একই আসন থেকে প্রথমবারের মতো নির্বাচিত হন মাত্র ১৬ বছর বয়সে লেবার পার্টির সদস্য হিসেবে যুক্ত হওয়া ব্রিটিশ এই রাজনীতিবিদ। ব্রিটেনের একটি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক ড. শফিক সিদ্দিক ও শেখ রেহানা দম্পতির তিন সন্তানের দ্বিতীয় টিউলিপ সিদ্দিক।