মরা গরু সরাচ্ছেন না নারায়ণগঞ্জ সিটি করপোরেশন

বাংলাদেশ মেইল ::

ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ডাম্পিং স্পটের কাছেই একটি মরা গরু ফেলে রাখা হয়েছে। এতে এ পথে চলাচলকারী যানবাহনে থাকা সাধারণ যাত্রীদের পোহাতে হচ্ছে দুর্গন্ধ।শুক্রবার (৮ জুলাই) রাতে এ কথা চলাচলের সময় নজরে আসে এ মৃত গরুটি। এসময় এখান থেকে তীব্র দূর্গন্ধ এসে নাকে লাগে।

এ পথে চলাচলকারী একাধিক যাত্রীর সাথে কথা বলে জানা যায়, এটিই প্রথম বার নয় এর আগেও একাধিকবার এমন ঘটনা ঘটেছে। জেলার কোথাও গরু মারা গেলে সেটিকে এনে নাসিকের ডাম্পিং এর পাশে ফেলা হয়।এতে করে নারায়ণগঞ্জে প্রবেশের সময় যানবাহনে থাকা যাত্রীরা তীব্র দুর্গন্ধ পোহান।

রাতে এ কথা শহরে আসা আনিস জানান, আমি তো প্রথমে ভেবেছিলাম কি জানি, পরে দেখি মরা গরু। এত দুর্গন্ধ। এটি এবারই প্রথম নয়। এর আগেও টানা কয়েক সপ্তাহ একটি মরা গরু এখানে পড়ে ছিল। এ নিয়ে অনেক নিউজও হয়েছে। এ অবস্থা থেকে মুক্তি পাওয়া দরকার। নারায়ণগঞ্জের বাইরের কেউ যখন প্রথম এ পথে আসবে তখন একটি নৈতিবাচক ধারণা মনে ধরে রাখবে জেলা সম্পর্কে।

এদিকে বিষয়টি নাসিকের নজরে আনা হলেও এ ব্যাপারে কেউ কথা বলতে চাননি।নাসিকের প্রধান নির্বাহীর সরকারি মুঠোফোনে একাধিকবার ফোন দেয়া হলেও কেউ উত্তর করেননি।