দুই ছাত্রকে আজীবন বহিষ্কার করেছে চবি প্রশাসন

বাংলাদেশ মেইল ::

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রীকে নিপীড়নের ঘটনায় গ্রেপ্তার হওয়া  দুই ছাত্রকে আজীবন বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শনিবার (২৩ জুলাই) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব হেলথ, রেসিডেন্স অ্যান্ড ডিসিপ্লিননারি কমিটির বিশেষ সভায় তাদের বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয় ।

বহিস্কৃতরা হচ্ছেন— ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. আজিম, নৃবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নুরুল আবছার বাবু।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রী হেনস্তার ঘটনায় জড়িত হাটহাজারী কলেজের ৩ ছাত্রকে কলেজ থেকে বহিস্কার করা হবে জানিয়ে হাটহাজারী সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)  গোল মোহাম্মদ।

শনিবার (২৩ জুলাই) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ক্যাম্পাসে এক ছাত্রীকে বিবস্ত্র করে ভিডিও ধারণের ঘটনায় মূল হোতাসহ জড়িত ৪ জনকে গ্রেফতার করে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন- ৭ (র‌্যাব)। এই ঘটনায় জড়িত ছয়জনের মধ্যে  তিনজন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র, বাকি তিনজন হাটহাজারী কলেজের ছাত্র৷