হাটহাজারীতে ট্রেনের চাকায় প্রাণ গেল মাদ্রাসা শিক্ষার্থীর

বাংলাদেশ মেইল ::

চট্টগ্রামের হাটহাজারীতে ট্রেনের চাকায় কাটা পড়ে মোহাম্মদ সাইমন আল সাবিদ (১৪) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার (৩০ আগস্ট) রাত ৮টার দিকে চট্টগ্রাম নাজিরহাট রেললাইনের হাটহাজারী পৌরসভার মাটিয়া মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাইমন আল সাবিদ উপজেলার ধলই ইউনিয়নের মিয়াজান চৌধুরী বাড়ির মোহাম্মদ ইলিয়াছের পুত্র, সে কাটিরহাট এলাকার মফিদুল ইসলাম ফাজিল মাদ্রাসার ছাত্র বলে জানাগেছে। জানাযায়, নিহত সাইমন দুর্ঘটনা সংঘটিত এলাকায় একটি কোচিং সেন্টারে পড়তে আসে, কোচিং শেষে ফেরার পথে চট্টগ্রাম হইতে নাজিরহাট গামী একটি যাত্রীবাহী ট্রেন হাটহাজারী স্টেশন ছেড়ে মাটিয়া মসজিদ এলাকায় পৌঁছালে ট্রেনের চাকায় কাটা পড়ে সাইমন, এবং সজোরে ধাক্কা দিয়ে প্রায় ২০ গজ দূরে নিয়ে যায় তাকে। রেললাইনের পাশে পড়ে থাকে নিহত সায়মনের দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া পায়ের কিছু অংশ। প্রচুর পরিমাণ রক্তক্ষরণ হতে থাকে তার মাথা থেকে। এছাড়া স্থানীয় সূত্রে আরো জানা যায়, সাইমন রেললাইনে বসে তার মোবাইল ফোনে কী যেন করছিল, এমন সময় ট্রেন আসলে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মুহূর্তের মধ্যেই কয়েক শত উৎসুক জনতা ভিড় জমায়। খবর পেয়ে মডেল থানার পু্লিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে অপ্রীতিকর কোন ঘটনা ঘটেনি।