তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সড়ক অবরোধ

জাবি প্রতিনিধি ::

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।

রোববার (৭ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্ত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু করে নতুনকলা ভবন, শহীদ মিনার, সমাজবিজ্ঞান অনুষদ, অমর একুশ প্রদক্ষিণ করে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে। এ সময় ঢাকা-আরিচা মহাসড়কে প্রায় বিশ মিনিট যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

এ সময় শিক্ষার্থীরা ‘দাম বাড়ানো সরকার, আর নাই দরকার’, ‘গরিব মারা সরকার, আর নাই দরকার’, ‘লুটপাট যেখানে, লড়াই হবে সেখানে’, ‘মূল্যবৃদ্ধি যেখানে, লড়াই হবে সেখানে’, ‘আগের দামে তেল দে, নইলে গদি ছেড়ে দে’, ইত্যাদি স্লোগান দেয়।

অবরোধ চলাকালীন সময়ে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সভাপতি সৌমিক বাগচি, ছাত্র ইউনিয়ন বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি তাসবিবুল গণি নিলয়, ছাত্র ফ্রন্ট বিশ্ববিদ্যালয় সংসদের সাধারণ সম্পাদক কনোজ কান্তি রায়, জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের দপ্তর সম্পাদক অংশুমান রায়, আরিফুল ইসলাম।