হোটেল থেকে বৃটিশ নাগরিকের মরদেহ উদ্ধার

ভ্রমণ নিষেধাজ্ঞা

বাংলাদেশ মেইল :::

ঢাকার উত্তরার একটি হোটেল থেকে এক বৃটিশ নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম ডুগাল্ড ফিনলেসন (৬০)।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকাল দশটার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উত্তরা পূর্ব থানার উপ পরিদর্শক (এসআই) মামুনুর রহমান বলেন, আমরা সকালে খবর পেয়ে উত্তরা পূর্ব থানার চার নম্বর সেক্টরের হোটেল মেরিনার দ্বিতীয় তলায় ১০৮ নম্বর রুমে যাই। পরে তাকে বাথরুম থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, জানতে পেরেছি তিনি গত ২০ সেপ্টেম্বর ভ্রমণ ভিসা নিয়ে বাংলাদেশে এসে এই হোটেলে ওঠেন। রাতে খাবার খেয়ে এসে ঘুমিয়ে পড়েন। আজ সকালে হোটেল বয় অনেক ডাকাডাকি করলেও দরজা না খুললে দরজা ভেঙে ঢুকে দেখে সে বাথরুমে পড়ে আছে। মরদহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হযেছে।