ইরানে এভিন কারাগারে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত্যু ৪

বাংলাদেশ মেইল::

ইরানের তেহরানের এভিন কারাগারে বন্দির মধ্যে সংঘর্ষকালে সৃষ্ট ভয়াবহ আগুনে চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দগ্ধ হয়েছেন আরো ৬১ জন। ইরানের বিচার বিভাগের বরাত দিয়ে দেশটির বার্তা সংস্থা আইআরএনএ এ তথ্য জানিয়েছেন। রোববার বার্তা সংস্থাটি জানায়, ধোঁয়ায় শ্বাস না নেয়ায় এসব মৃত্যু হয়েছে। আর দগ্ধ ৬১ জনের মধ্যে ৫১ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে।

এর আগে, তেহরানের ঐ কারাগারে রাত ১০টায় আগুন লাগে। কারাগারটিতে রাজবন্দি, সাংবাদিক ও বিদেশি নাগরিকদের রাখার খবর পাওয়া যায়।  কারা কর্তৃপক্ষের বরাতে তেহরানের গভর্নর মোহসেন মানসুরি বলেন, কারগারের মধ্যে দু’পক্ষের সংঘর্ষ হয়। এরমধ্যে কিছু কারাবন্দি কারাগারের ভেতরে থাকা সেলাই প্রশিক্ষণের গুদামে আগুন দেন।

তিনি আরো বলেন, কিছু প্রত্যক্ষদর্শীরা জানান যে, কিছু মলোটভ ককটেল কারাগারের ভেতরে ছুড়ে ফেলা হয়েছে। এতে আগুন ধরে যায়। ঐ সময় নিরাপত্তা কর্মীদের গুলি ও টিয়ারশ্যাল ছুড়তে দেখা যায়।