রংপুরে মির্জা ফখরুল
সাংসদরা পদত্যাগ করবে বিএনপি চাইলে

বাংলাদেশ মেইল ::

বি এন পির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দুর্ভিক্ষ সৃষ্টি হলে  দায় নিতে হবে সরকারকে। দেশের ভোটের রাজনীতির বারোট বাজিয়ে দেশকে দুর্ভিক্ষের কাছাকাছি নিয়ে গেছেন এই অবৈধ সরকার।

শনিবার (২৮ অক্টোবর) বিকেলে বিএনপির  রংপুর বিভাগীয় গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘ ফয়সালা হবে রাজপথে এবং গণতন্ত্র থাকবে এমন বাংলাদেশ নতুন প্রজন্ম  চান। দল সিদ্ধান্ত দিলে খুব শীঘ্রই আমাদের সংসদরা পদত্যাগ করবেন। ‘

রংপুরে পরিবহন ধর্মঘটের মধ্যেও বিএনপির চতুর্থ বিভাগীয় গণ সমাবেশ অনুষ্ঠিত হয়ে। ঐ সমাবেশে সংসদ ভেঙে দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নতুন সরকার গঠনের ডাক দেন দলের নেতারা।

বিএনপি নেতাকর্মীদের ওপর নির্যাতন-নিপীড়নের অভিযোগ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারকে এর জন্য দায়ী করে তীব্র সমালোচনা করেন।একই সাথে বাধা বিপত্তি অতিক্রম করে সমাবেশ সফল করায় রংপুর অঞ্চলের নেতাকর্মীদের প্রশংসা করেন তিনি।