বাংলাদেশ মেইল ::
আর এক ম্যাচ জিতলেই দীর্ঘ ৩৬ বছরের শিরোপা খরা কাটবে আর্জেন্টিনার। মেসিজাদু আরও একবার দেখার অপেক্ষা আর্জেন্টাইন ভক্তদের সামনে। তাই ফাইনাল ঘিরে দুনিয়াজুড়ে উচ্ছ্বাসের শেষ নেই। সেই উচ্ছ্বাসে এবার নতুন করে যোগ দিলেন চট্টগ্রাম নগরীর একটি পরিবার। বিশ্বকাপের ফাইনালের দিনে বিয়ের আয়োজন আর অনুষ্ঠানে বসানো হচ্ছে প্রজেক্টর।
আগামীকাল রোববার রাতে চট্টগ্রাম নগরীর একটি কমিউনিটি সেন্টারে এ বিয়ের আয়োজন হতে চলেছে। যেখানে বর-কনে দুজনই আর্জেন্টিনার সমর্থক।
জানা গেছে, রোববার আনুষ্ঠানিকভাবে যুগলবন্দি হতে চলেছে চট্টগ্রামের বাসিন্দা ও ব্যবসায়ী আমিনুল ইসলাম ও ফারিন। চট্টগ্রামের রীতি অনুযায়ী, নগরীর ওই ক্লাবে বেশ কিছু অতিথিকে দাওয়াত দেওয়া হয়েছে। বিয়েতে অতিথিরা যেন সবাই আসেন তাই প্রজেক্টর বসানোর পরিকল্পনা করা হয়েছে।
আয়োজকরা জানান, বিয়ের দিনক্ষণ আগেই ঠিক ছিল। কিন্তু বিয়ের দিনে পড়েছে ফাইনাল খেলা, তা-ও রাত ৯টায়। তাই বিয়েতে অতিথিরা এসে যেন ফাইনাল খেলা দেখতে পারেন তাই এ আয়োজন করার পরিকল্পনা করা হয়েছে। প্রজেক্টর বসাতে ইতিমধ্যে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। ক্লাব কর্তৃপক্ষের সঙ্গেও কথাবার্তা সম্পন্ন হয়েছে।
বর আমিনুল ইসলাম বলেন, ‘নগরীর একটি কনভেনশন সেন্টারে বিয়ের আয়োজন হচ্ছে। তবে সেদিন ফাইনাল খেলা পড়ায় অনেকে না-ও আসতে পারেন। তাই ভাবলাম প্রজেক্টর বসালে অতিথিরা আসতে আগ্রহী হবেন। তা ছাড়া আমি ও ফারিন দুজনই আর্জেন্টিনার সমর্থক।