রাজধানীর সায়েন্সল্যাবে বিস্ফোরণ, নিহত ৩

বাংলাদেশ মেইল ::
রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকার মিরপুর রোডে একটি ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ৪০ জন।
রোববার (৫ মার্চ) সকাল ১০টা ৫০ মিনিটে এই ঘটনা ঘটে। কী কারণে ভবনে বিস্ফোরণ হয়েছে তা এখনও জানা যায়নি।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন পপুলার মেডিকেল কলেজ হাসপাতালের এইচআর ও অ্যাডমিন বিভাগের সহকারী ব্যবস্থাপক রেজাউল করিম।
তিনি আরও জানান, বিস্ফোরণের ঘটনায় ৩ জন মারা গেছেন। তারা ৩ জনই পুরুষ। আর আহত প্রায় ৪০ থেকে ৪৫ জন তাদের হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। তাদের মধ্যে গুরুতর আহত কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল সূত্রে জানা গেছে, এ ঘটনায় আহত অন্তত ১৩ জন ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি হয়েছেন।