জব্বারের বলী খেলায় কুমিল্লার শাহজালাল চ্যাম্পিয়ন

বাংলাদেশ মেইল ::

চট্টগ্রাম ঐতিহাসিক জব্বারের বলী খেলার ১১৪ তম আসরে কুমিল্লার শাহজালাল বলী চ্যাম্পিয়ন হয়েছেন। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় নগরীর লালদীঘির ময়দানের সুউচ্চ মঞ্চে তীব্র প্রতিদ্বন্ধিতাপূর্ণ বলী খেলায় গতবারের চ্যাম্পিয়ন জীবন বলীকে হারিয়ে চ্যাম্পিয়ন হন শাহজালাল।

শাহজালাল বলী গতবারের প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছিলেন।মঙ্গলবার জব্বারের বলীখেলার আসরে চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, কুমিল্লা, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান পার্বত্য জেলাসহ চট্টগ্রাম বিভাগের বিভিন্ন উপজেলা থেকে ৬০ জন অংশগ্রহন করেন। খেলা পরিচালনা করেন দীর্ঘ ৩৪ বছর ধরে বলী খেলার রেফারি সাবেক কাউন্সিলর আবদুল মালেক।

এর আগে আবদুল জব্বার স্মৃতি কুস্তি প্রতিযোগিতার সভাপতি জহুর লাল হাজারীর সভাপতিত্বে বলী খেলার আনুষ্ঠানিক উদ্ভোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামে সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রামে সিটি করপোরেশনের প্যানেল মেয়র ও ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সবুর লিটন।

প্রতিযোগিতা শেষে অতিথিরা বলী খেলার চ্যাম্পিয়ন, রানার্সআপ ও তৃতীয় ও চতুর্থ স্থান অর্জনকারীদের হাতে চ্যাম্পিয়ন ট্রফি ও নগদ অর্থ পুরস্কার তুলে দেন।