আল আমিন, নাটোর প্রতিনিধি :::
জিয়াউর রহমান খুনিদের নির্দেশ দিয়ে অন্তরালে থেকে খন্দকার মোস্তাকের নেতৃত্বে ইতিহাসের এ জঘন্যতম হত্যাকাণ্ড চালিয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।
আজ বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত শোক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মেয়র লিটন বলেন, খন্দকার মোশতাককে সামনে রেখে তৎকালীন সামরিক সেনা অফিসারদের মধ্যে কর্নেল ফারুক, রশিদ, ডালিমকে নিয়ে এ জঘন্য অপরাধ করানো হয়। পরবর্তীতে এ জঘন্য অপরাধ ঢাকার জন্য একটি আইন প্রণয়ন করা হয়। যে আইনে এই হত্যাকাণ্ডের কোনো বিচার করা যাবে না। দায়মুক্ত অধ্যাদেশ জারি করে। পরবর্তীতে জিয়াউর রহমান বাংলাদেশে এসে জারিকৃত অধ্যাদেশকে আইনে পরিণীত করেন।
তিনি আরও বলেন, মোশতাককে কয়েকদিন ক্ষমতায় রেখে পরবর্তীতে জিয়া ক্ষমতায় এসে তার মতো করে দেশ পরিচালনা করার চেষ্টা করেছিল। তা আমরা ভুলে যাইনি। দিনের পর দিন গণতন্ত্রের নামে মিথ্যা ভোট চালু করে। জিয়াউর রহমানের মতো তার স্ত্রী, সন্তানকে কেউ চায় না। যে অপরাধ করেছে তারেক জিয়া, খালেদা জিয়া তার বিচার এ বাংলার মাটিতে হচ্ছে। এখনও তারেক রহমান বিদেশে বসে দেশবিরোধী নানা ষড়যন্ত্র করছে। তাকে এ বাংলার মাটিতে নিয়ে আসা হবে। এ দেশে তার বিচার হবে। তাদের হাত নিরীহ মানুষের রক্তে রঞ্জিত।
মেয়র লিটন বলেন, জননেত্রী শেখ হাসিনা নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মহাসড়কে। শেখ হাসিনা সেই মানুষ যিনি অসহায় মানুষের কথা চিন্তা করে সামাজিক প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা, শিক্ষার্থী ভাতা, শিশু ভাতাসহ নানা ভাতা দিচ্ছেন। গত দুদিন আগে মহান নেত্রী সর্বজনীন পেনশন ভাতা চালু করেছেন। এ কথা স্বীকার করি সাময়িক ভাবে দেশে কিছু দ্রব্যমূল্যের দাম বেড়েছে।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সারাবিশ্বে দাম বেড়েছে। এজন্য তো আমরা দায়ী নয়। যখন বিশ্ববাজার ঠিক হবে তখন তা আবার কমে যাবে। বিএনপি হচ্ছে নাই নাই সরকার। তাদের সরকারের সময় চালের দাম বেশি, সার পাওয়া যায় না, বিদ্যুৎ ছিল না। দেশের উন্নয়ন হয় না, ব্রীজ হয় কিন্তু সেই ব্রীজে মানুষ উঠতে পারে না।
বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ ও নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. আব্দুল কুদ্দুস। সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম রমজান প্রমুখ।
বাংলাদেশ মেইল /নাদিরা শিমু/NS