বাঙ্গালির জন্য বিএনপি কিছুই করেনি: এম এ সালাম

মো. সাহাবুদ্দীন সাইফ, হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি:::

এই আওয়ামী লীগ সরকার দেশে নজিরবিহীন উন্নয়ন করেছে, সেই উন্নয়নের সুফল শুধু সরকারী দলের নেতাকর্মীরা ভোগ করছেনা বরং দেশের সকল জনগণ ভোগ করছেন। সরকার শুধুমাত্র আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য উন্নয়ন করেননি সবার জন্য উন্নয়ন করেছে। এত উন্নয়ন দেশের মানুষ কল্পনাও করতে পারেনি। সেই উন্নয়নের সুফল ভোগ করে বিএনপি আজ সরকারের বিরোধিতা করছে। তারা বাঙ্গালির জন্য কোনদিন কিছুই করেনি, করছে শুধু জনগণের ক্ষতি।

তারা জানে শুধু পেট্রোল বোমা মেরে মানুষ মারতে আর গাড়িতে অগ্নিসংযোগ করতে। তারা কোনদিন দেশের মানুষের উপকারে আসবেনা। বাঙ্গালি জাতির জন্য যত আন্দোলন সংগ্রাম করেছে শুধু আওয়ামী লীগই করেছেন। বাংলাদেশ স্বাধীন না হলে খালেদা জিয়া কোনদিন সরকার প্রধান হতে পারতোনা, রান্নাঘরে দিন কাটাতে হতো তাকে। বঙ্গবন্ধু দেশ স্বাধীন করেছেন বলেই জিয়াউর রহমান মেজর জেনারেল হতে পেরেছে এবং খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়েছে। স্বাধীনের পরে তারা একটি পকেট কমিটি করে এসব করেছে। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগ সরকারের বিকল্প নাই।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের হাটহাজারীতে ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের কর্তৃক আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এম. এ. সালাম এসব কথা বলেন। গত বৃহস্পতিবার (২৪ আগস্ট) রাতে ফতেপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক লীগ ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোহাম্মদ শামীমের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন হায়দারের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ আলী, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আলহাজ্ব মঞ্জুরুল আলম চৌধুরী মঞ্জু, চট্টগ্রাম উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি দিলুয়ারা ইউচুফ, সাধারণ সম্পাদক এডভোকেট বাসন্তী প্রভা পালিত, মনজুর হাসান সেলিম, এম এ ইকবাল বাহার, নাছির হায়দার করিম বাবুল, জায়নুল আবেদিন, দেলোয়ার হোসাইন, সৈয়দ কুদরত-ই খোদা, শাহা আলম, আবু বক্কর সিদ্দিক, শাহেদুল আলম শিবলু, সুমন মামুন, আনোয়ার হোসেন ইউচুফ আলী। এতে আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ মেইল /নাদিরা শিমু/NS